অ্যালার্জির ওষুধ

মা’জুন চূবচীনী অ্যালার্জির ওষুধ; আ্যালার্জির চিকিৎসায় বিশ্বস্ত নাম

আপনি কি অ্যালার্জির ওষুধ সম্পর্কে জানতে চান ? যদি আপনার অ্যালার্জি জনিত সমস্যা থেকে থাকে তবে নিশ্চয় আপনি অ্যালার্জির সঠিক চিকিৎসা সম্পর্কে জানতে আগ্রহী। 

আজকের আর্টিকেলে আলোচনা করবো  অ্যালার্জি চিকিৎসায় হামদর্দ এর ওষুধ সম্পর্কে। চলুন শুরু করি। 

আমরা সকলেই অ্যালার্জি রোগের নাম শুনেছি। অ্যালার্জি একটি সাধারণ রোগ হলেও কারো কারো ক্ষেত্রে এ রোগ মারাত্মক আকার ধারণ করে জীবনকে দুর্বিষহ করে তোলে। কেননা চুলকানির কারনে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় এবং শ্বাসকষ্ট, এগজিমা ইত্যাদি রোগ দেখা দেয়। 

অ্যালার্জি চিকিৎসায় হামদর্দ এর মা’জুন চূবচীনী অত্যন্ত কার্যকর একটি ওষুধ। ইহা অ্যালার্জি প্রতিরোধে বিশেষ ভুমিকা পালন করে থাকে। চলুন তাহলে জেনে নিই হামদর্দ এর মা’জুন চূবচীনী ওষুধের কার্যকারিতা, সেবন বিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। 

অ্যালার্জির ওষুধ মা’জুন চূবচীনী 

আমাদের দেশে অধিকাংশ মানুষ অ্যালার্জি রোগে আক্রান্ত। দীর্ঘদিন মানবদেহে অ্যালার্জি এবং চুলকানির সমস্যা থাকলে তা জটিল আকার ধারণ করতে পারে। তাই অ্যালার্জি থেকে মুক্তি পেতে সঠিক চিকিৎসার প্রয়োজন। 

হামদর্দ এর মা’জুন চূবচীনী বিভিন্ন প্রাকৃতিক ঔষধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত একটি অনন্য সিরাপ। এ ওষুধে যে উপাদান গুলো রয়েছে তা হলো সাদা চন্দন, গাওজবান, গোলাপ ফুল,  সোনা পাতা, স্বর্ন লতা, আকরকরাহ, পিপুল, জাফরান, ইন্দ্রযব এবং আরও অন্যান্য উপাদান পরিমাণ মতো রয়েছে। নানা উপকারী ঔষধি উপাদান দিয়ে তৈরি তাই মা’জুন চূবচীনীকে অ্যালার্জি চিকিৎসার সঠিক ওষুধ বলে মনে করা হয়।

মা’জুন চূবচীনী ওষুধের কার্যকারিতা 

মা’জুন চূবচীনী যে কোন চর্মরোগ নিরাময়ে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে। যেমন-

১. মা’জুন চূবচীনী পক্ষাঘাত ও সন্ধিবাত নিরাময়ে কার্যকর। 

২. ইহা রক্ত পরিশোধন করে থাকে। 

৩. এই ওষুধ শরীরের চুলকানি ও মলদ্বারের চুলকানি দূর করে। 

৪. ইহা খোস পাঁচড়ার জন্য যথেষ্ট উপকারী। 

৫. ইহা গেটে ব্যথা ও রিউমাটয়েড আর্থ্রাইটিস রোধ করে থাকে। 

৬. ইহা অস্টিওআর্থ্রাইটিস ও সিফিলিস চিকিৎসায় কার্যকর। 

৭. এই ওষুধ কুষ্ঠ রোগ, সোরাইসিস ও এগজিমা রোগের চিকিৎসায় উপকারী। 

মা’জুন চূবচীনী ওষুধের সেবন বিধি 

রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য ১ থেকে ২ চা চামচ এক থেকে দুই বার সঠিক মাত্রায় সেবন করতে হবে। 

মা’জুন চূবচীনী ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া 

মা’জুন চূবচীনী যেহেতু প্রাকৃতিক গাছ গাছরার নির্যাস থেকে তৈরি তাই এই ওষুধ সম্পুর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। 

হামদর্দ এর মা’জুন চূবচীনী কোথায় পাবেন ? 

হামদর্দ এর সকল ওষুধ পেতে ঘরে বসেই অর্ডার করতে পারেন হেলদি স্পোর্টস-অনলাইন শপে হামদর্দ এর সকল ওষুধ আসল ও ন্যায্য মূল্যে কেনাকাটার জন্য হেলদি স্পোর্টস একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।  

উপসংহার 

হামদর্দ এর অ্যালার্জির ওষুধ মা’জুন চূবচীনী সেবন করায় পাশাপাশি  দৈনন্দিন খাবার তালিকায় অ্যালার্জি যুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে যেসব খাবারে অ্যালার্জি জনিত সমস্যা হয় বা শরীরে চুলকানি শুরু হয় সে সমস্ত খাবার সাময়িক বর্জন করতে হবে। 

তাই ওষুধ সেবনের পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আপনি নিজেকে অ্যালার্জি থেকে দূরে রাখতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top