এসিআই কীটনাশক তালিকা

রোগ অনুযায়ী এসিআই কীটনাশক তালিকা জেনে নিন!

এসিআই কীটনাশক তালিকা সম্পর্কে কৃষক ভাইদের অবগত থাকা প্রয়োজন। এসিআই বা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের ভিতরে অন্যতম একটি বৃহৎ শিল্প সংস্থা। প্রথমে ওষুধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি ২৫ টি বড় বড় কোম্পানি মিলে একটি বৃহৎ শিল্প গ্রুপ গড়ে তুলেছে

এসিআই কীটনাশক তালিকা

পণ্য 

এখন বর্তমানে এসিআই গ্রুপ এর অধীনে রয়েছে ২৫ টি কোম্পানি। কীটনাশক, সার, ঔষধ, পশুর ঔষধ, ভোগ্যপণ্য, খাদ্যপণ্য, কৃষিপণ্য নিত্যব্যবহার্য পন্য কৃষি ও বাণিজ্যিক মোটর সাইকেল ইত্যাদি খাতে তাদের রয়েছে ব্যবসা। এসিআই গ্রুপটির বার্ষিক বিক্রি দাঁড়ায় প্রায় ৭৫০০ হাজার কোটি টাকা।

এছাড়াও এসিআই গ্রুপটিতে  প্রায় ১০০০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। যদিও এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। এসি শিল্প প্রতিষ্ঠানটির  বর্তমান সদর দপ্তর তেজগাঁও, ঢাকায়। সিনজেনটা কীটনাশক তালিকা জেনে নিন!

এসিআই কীটনাশক

বর্তমানে এসিআই কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট এর মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট হল কীটনাশক। এই কোম্পানির কীটনাশক এর গুণগত মান অন্যান্য  কম্পানির কীটনাশকের চাইতে অনেক ভালো  হয়ে থাকে। সঠিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এই কোম্পানির কীটনাশক ব্যবহার করে কৃষক অনেক উপকৃত হয়ে থাকে। 

                     এসিআই কীটনাশক তালিকা

বালাই নামশস্য নামগ্রুপ নামবাণিজ্যিক নামকোম্পানির নামডোজএপি
নাবী ধ্বসাআলুমেনকোজেব (৬৩%) + কার্বেন্ডাজিম (১২%)কেরামিক্স ৭৫০ ডব্লিউপিএসিআই লিমিটেড২ গ্রাম/প্রতি লিটার পানি২১৬৭
বাদামী গাছ ফড়িংধানইমিডাক্লোপ্রিডএসিপ্রিড ২০০ এসএলএসিআই লিমিটেড১২৫ মিলি/হেঃ২০২২
উঁইপোকাচাইমিডাক্লোপ্রিডএসিপ্রিড ২০০ এসএলএসিআই লিমিটেড১.৫০ লিঃ/হেঃ২০২২
শ্যামাধানসাইহাটপ-বিউটাইলরেইন ১০০ ইসিএসিআই লিমিটেড১০০ মিলি/হেঃ৩২০৭
হলদে মুথাধানসাইহাটপ-বিউটাইলরেইন ১০০ ইসিএসিআই লিমিটেড১০০ মিলি/হেঃ৩২০৭
পানি কচুধানসাইহাটপ-বিউটাইলরেইন ১০০ ইসিএসিআই লিমিটেড১০০ মিলি/হেঃ৩২০৭
বড় চুচাধানসাইহাটপ-বিউটাইলরেইন ১০০ ইসিএসিআই লিমিটেড১০০ মিলি/হেঃ৩২০৭
বড় জাভানীধানসাইহাটপ-বিউটাইলরেইন ১০০ ইসিএসিআই লিমিটেড১০০ মিলি/হেঃ৩২০৭

সালফার                                                                                                                                                                                                                                                                   

এসিআই কোম্পানির সালফার জাতীয় কীটনাশক গুলির মধ্যে রয়েছে। সালফক্স ৮০ ডব্লিও ডি জি। 

আগাছানাশক

এসিআই কোম্পানির আগাছানাশক কীটনাশক গুলো হল। এমক্লোর ৫ জি, সুপারহিট ৫০০ ই সি, সুপারপাওয়ার ১০ ডব্লিউ পি, সুপার মিক্স ১৮ ডব্লিউ পি, এক্সটাপাওয়ার ২০ ডব্লিউ পি, ফিল্ডার, সাআপ ৪৮ এস এল, পারাক্সোন ২০ এস এল, সুপার কেয়ার ২৫ ই সি, ওইডনীল, জাম্প, আপগ্রে, পেন্ডুলাম, রিলিজ ৯ ই সি ইত্যাদি। 

ছত্রাকনাশক 

এসিআই কোম্পানির ছত্রাকনাশক কীটনাশক সমূহঃ প্রাউড ২৫ ই সি, মিটন ৬০ ডব্লিউ জি, ডিফার ৩০০ ই সি, এসিবিন ২৮ এস সি, কেমামিক্স ৭৫০ ডব্লিউ পি, কনজা প্লাস ১০ এস সি, ব্লাস্টিন ডব্লিউ ডি জি, রভানন ৫০ ডব্লিউ পি, এক্সট্রামিল ৭২০ ডব্লিউ পি, মিটপ ৬০ ডব্লিউ জি, এমকোইজিন, নেমিকোজিম, নিউবেন, কনজা ইত্যাদি। 

কীটনাশক 

গোলা ৪৮ ই সি, টিডো ২০ এস এল, ফাইটার ২.৫ ই সি, এসিমিক্স ৫৫ ই সি, ল্যামিক্স ২৪.৭ এস সি, কট ১০ ই সি, রাজধার ১০ জি, সিডিয়াল ৫ জি, রিলোড ১৮ এস সি, ব্রিফার ৫ জি, কর্বোফুরান ৩ জি, গুলী ৩ জি আর, বেনথিয়ার ৪০ ডব্লিউ ডি জি।

এসিপ্রিড প্লাস ৯৫ এস পি, এসিকার্ব ৮৫ ডব্লিউ পি, প্লাটিনাম ২০ এস পি, কেয়ার ৫০ এস পি, প্রোটেক্ট ৫০ এস জি, বেটাজেল ৬ ডব্লিউ জি, টিডো প্লাস ৭০ ডব্লিউ ডি জি, পাইরাজিন ৭০ ডাব্লিউ ডি জি, একামাইট প্লাস ৩ ডব্লিউ ডি জি, একামাইট ১.৮ ই সি, থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ইত্যাদি।


উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এসিআই কীটনাশক তালিকা সম্পর্কে  আমরা একটি সঠিক ধারণা লাভ করতে পেরেছি। তাই এসিআই কোম্পানির কীটনাশক সমূহ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন অধিক গুণে বৃদ্ধি পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top