নামাজের সময়সূচি ময়মনসিংহ

রংপুর বিভাগের সবগুলো জেলার নামাজের সময়সূচি জানুন!

চলে এলাম নামাজের সময়সূচি রংপুর শীর্ষক আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ইসলামে নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা জানলেও অনেকে ওয়াক্ত মতো সময়ে নামাজ পড়তে চাই না। কিছুটা দেরি করে নামাজের প্রস্তুতি নেই। আবার অনেকেই তো নামকাওয়াস্তে হাজিরা দিয়েই উঠে পড়ি। নামাজের প্রতি কোনো মনোযোগ তো থাকেই না বরং ওয়াক্ত হলে নামাজ শুরু করা মতো দারুণ আমলটিকেও মিস করে বসি। এই ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে হলে সবার আগে নামাজের সঠিক সময়সূচি সম্পর্কে জানা চাই। সে কথা বিবেচনা করে আজকের আর্টিকেলে আমরা শেয়ার করবো রংপুর বিভাগের প্রতিটি জেলার নামাজের সঠিক সময়সূচি সম্পর্কে। আসুন মূল আলোচনায় ফোকাস করা যাক। 

নামাজের সময়সূচি রংপুর: রংপুর বিভাগের জেলাসমূহ

শুরুতেই নামাজের সময়সূচি রংপুর জানার উদ্দেশ্যে আমাদের দেখতে হবে রংপুর বিভাগের আন্ডারে কয়টি এবং কি কি জেলা রয়েছে। মূলত ৮ টি জেলা নিয়ে গঠিত বিভাগ এই রংপুর। জেলাগুলি হলো:

  • কুড়িগ্রাম জেলা
  • রংপুর জেলা
  • লালমনিরহাট জেলা
  • গাইবান্ধা জেলা
  • দিনাজপুর জেলা
  • পঞ্চগড় জেলা
  • ঠাকুরগাঁও জেলা
  • নীলফামারী জেলা

নামাজের সময়সূচি রংপুর

রংপুর বিভাগে থাকা প্রতিটি জেলার নাম সম্পর্কে জানার পর নামাজের সময়সূচি রংপুর সম্পর্কিত আর্টিকেলে এবার আমরা মূল সময়সূচি নিয়ে সাজানো চার্টে ফোকাস করবো। ৮ টি জেলা নিয়ে দিনের ৫ ওয়াক্তের নামাজের সময়সূচি চার্ট আকারে দেওয়ায় আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। 

কুড়িগ্রাম জেলার নামাজের সময়সূচি 

নামাজের সময়সূচি রংপুর সম্পর্কিত আলোচনার শুরুতে জানা যাক কুড়িগ্রাম জেলার নামাজের সময়সূচি সম্পর্কে। আশা করি এই চার্টটি কুড়িগ্রামবাসীকে ওয়াক্ত মতো সময়ে নামাজ আদায়ের ক্ষেত্রে সাহায্য করবে। 

  • ফজর: ৪.০৪ মিনিট
  • যোহর: ১২.০৬মিনিট 
  • আসর: ৪.৪৯ মিনিট
  • মাগরিব: ৬.৫২ মিনিট
  • এশার: ৮.১২ মিনিট

রংপুর জেলার নামাজের সময়সূচি 

চলছে নামাজের সময়সূচি রংপুর নিয়ে আলোচনা এবং আমরা এখন রংপুর বিভাগের ২য় জেলা অর্থ্যাৎ রংপুর জেলার জেলার নামাজের সময়সূচি সম্পর্কিত একটি চার্টের দিকে মনোযোগী হবো। 

  • ফজর: ৪.০৫ মিনিট
  • যোহর: ১২.০৭ মিনিট 
  • আসর: ৪.৫০ মিনিট
  • মাগরিব: ৬.৫৩ মিনিট
  • এশার: ৮.১৩ মিনিট

লালমনিরহাট জেলার নামাজের সময়সূচি 

লালমনিরহাটে বর্তমানে অবস্থান করা প্রতিটি মুসল্লির উদ্দেশ্যে আমাদের এবারের নিবেদন নামাজের সময়সূচি রংপুর নিয়ে সাজানো আর্টিকেলের নিচের অংশটি। 

  • ফজর: ৪.০৪ মিনিট
  • যোহর: ১২.০৬ মিনিট 
  • আসর: ৪.৪৯ মিনিট
  • মাগরিব: ৬.৫২ মিনিট
  • এশার: ৮.১২ মিনিট

গাইবান্ধা জেলার নামাজের সময়সূচি 

নামাজের সময়সূচি রংপুর সম্পর্কে লেখা আর্টিকেলের এবারের অংশে থাকছে আরো একটি চার্ট। যা সাজানো হয়েছে গাইবান্ধা জেলার নামাজের সময়সূচি নিয়ে এবং যার প্রতিটি ওয়াক্তের সময় সম্পূর্ণ সঠিক। 

  • ফজর: ৪.০৫ মিনিট
  • যোহর: ১২.০৭  মিনিট 
  • আসর: ৪.৪৮ মিনিট
  • মাগরিব: ৬.৫১ মিনিট
  • এশার: ৮.১১ মিনিট

দিনাজপুর জেলার নামাজের সময়সূচি 

দিনে পাঁচবার করে আমরা আল্লাহ পাকের সাথে সাক্ষাতের সুযোগ পাই। এই সুযোগ নেহায়েত ছোটখাটো কোনো ব্যাপার নয়! চলুন ওয়াক্ত শুরু হলেই নামাজ আদায়ের উদ্দেশ্যে নামাজের সময়সূচি রংপুর সম্পর্কিত আর্টিকেলের এই অংশে দিনাজপুর জেলার নামাজের সময়সূচির চার্টে ফোকাস করা যাক। 

  • ফজর: ৪.০৮ মিনিট
  • যোহর: ১২.১০ মিনিট 
  • আসর: ৪.৫২ মিনিট
  • মাগরিব: ৬.৫৫ মিনিট
  • এশার: ৮.১৫ মিনিট

পঞ্চগড় জেলার নামাজের সময়সূচি 

এবার আমরা পঞ্চগড় জেলার নামাজের সময়সূচি সম্পর্কিত একটি ছোট্ট ক্যালেন্ডার দেখবো। যেখানে বিশেষ করে নামাজের সময়সূচি রংপুর অর্থ্যাৎ রংপুরের গুরুত্বপূর্ণ জেলা পঞ্চগড়ের নামাজের সময়সূচি দেওয়া থাকবে। 

  • ফজর: ৪.০৭ মিনিট
  • যোহর: ১২.০৯ মিনিট 
  • আসর: ৪.৫৪ মিনিট
  • মাগরিব: ৬.৫৭ মিনিট
  • এশার: ৮.১৭ মিনিট

ঠাকুরগাঁও জেলার নামাজের সময়সূচি 

যারা ওয়াক্ত শুরু হলেই নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে কিছুটা হলেও জানেন তারা অনেকেই নামাজের সময়সূচি সম্পর্কে জানেন না। সুতরাং নামাজের সময়সূচি রংপুর এর এই আলোচনায় এবার জানবো ঠাকুরগাঁও জেলার নামাজের সময়সূচি সম্পর্কে। 

  • ফজর: ৪.০৮ মিনিট
  • যোহর: ১২.১০ মিনিট 
  • আসর: ৪.৫৪ মিনিট
  • মাগরিব: ৬.৫৭ মিনিট
  • এশার: ৮.১৭ মিনিট

নীলফামারী জেলার নামাজের সময়সূচি 

সবশেষে জেলা হিসেবে নামাজের সময়সূচি রংপুর এর এই আলোচনায় এখন থাকছে নীলফামারী জেলার নামাজের সময়সূচি নিয়ে সাজানো একটি ছোট্ট ক্যালেন্ডার। 

  • ফজর: ৪.০৭ মিনিট
  • যোহর: ১২.০৯ মিনিট 
  • আসর: ৪.৫২ মিনিট
  • মাগরিব: ৬.৫৫  মিনিট
  • এশার: ৮.১৫ মিনিট

পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ পুরষ্কার কি কি?

নামাজের সময়সূচি রংপুর অর্থ্যাৎ রংপুর বিভাগ এর বিভিন্ন জেলার নামাজের সঠিক সময়সূচি সম্পর্কে তো জানা গেলো। এবার এই আমলের পুরস্কার কি কি হতে পারে সে-সম্পর্কে জানা যাক। এতে করে সময়মতো নামাজ পড়ার এই আমলটি কাজের নাকি অকাজের তা সহজেই বোঝা যাবে। 

আপনি কি জানেন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য প্রতিটি মুসলিম বান্দার আল্লাহ পাকের পক্ষ হতে পাঁচটি পুরষ্কার বরাদ্দ রাখা হয়েছে? যদিও জান্নাতবাসীরা জান্নাতে অবস্থান করার সময় যখন যা চাইবেন ঠিক তখনই তা পাবেন। তবে সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে পুরষ্কার কিংবা উপহার পাওয়ার ব্যাপারটি তো চাট্টিখানি কথা নয়! তবে চলুন জেনে নেওয়া যাক এই পাঁচটি পুরষ্কার কি কি হতে পারে! 

১ম পুরষ্কার: ফজর

মুসলমানদের উদ্দেশ্য দিনের প্রথম নামাজ হিসেবে ফজর নামাজকে ফরজ করা হয়েছে। আপনি কি জানেন এই ফজরের নামাজ পড়লে ঠিক কোন পুরষ্কারটি থাকছে আপনার ভাগ্যে? না জানলে এক্ষুণি জেনে নিন। মূলত ফজরের নামাজ আপনাকে সারাদিন বিভিন্ন বিপদ-আপদ থেকে হেফাজত করবে। যার সঠিক তথ্য এসেছে একটি হাদিসে। এছাড়াও প্লাস পয়েন্ট হিসেবে থাকছে সারাদিন ফ্রেশ এবং কর্মক্ষম থাকার সুযোগ। 

২য় পুরষ্কার: যোহর

এবার আসি আমাদের দিনের ২য় নামাজ অর্থ্যাৎ যোহর নামাজের পুরষ্কার সম্পর্কে। মূলত প্রথম নামাজের পর, মুসলমানরা তাদের দ্বিতীয় নামাজ আদায় করে যা যোহর এর নামাজ নামে পরিচিত। বলা হয়ে থাকে যোহরের নামাজের সময় বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাই এ সময় নেক আমল করা জরুরী। আর এই নামাজ আদায় করার পু্রষ্কার হিসেবে আল্লাহ তায়ালা আপনার উপর তার বরকত বর্ষণ করবেন এবং বিচারের দিন আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।

৩য় পুরষ্কার: আসর

বিকালে খুব গুরুত্বপূর্ণ আমল কিংবা প্রার্থনা হিসেবে আমরা আসরের নামাজ আদায় করে থাকি। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সবচেয়ে বড়  কথা হলো এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় এবং আপনার উদ্দেশ্যে জান্নাতের সব-কটি দরজা খুলে দেওয়া হয়। 

৪র্থ পুরুষ্কার: মাগরিব

সন্ধ্যাবেলায় আমাদের প্রতিটি মুসলমানে এই মাগরিবের নামাজ আদায় করে নিতে হয়। মনে রাখবেন, আপনি যদি মাগরিবের নামাজ মিস করেন তবে আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে শাস্তি দেবেন। আর মাগরিবের নামাজ পড়ার ক্ষেত্রে পুরষ্কার হিসেবে পেয়ে যাবেন সম্মানজনক মৃত্যুর নিশ্চয়তা। 

৫ম পুরষ্কার: এশার

দিনে সবশেষ নামাজ এই এশার নামাজ। শুরুতে বলবো এশার নামাজ আদায় করলে ঘুমটা খুব শান্তি হবে। তাছাড়া এশার নামাজের সময় আল্লাহ পাক দোয়া কবুলের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। সুতরাং দুনিয়াবি এবং আখিরাত সম্পর্কে নিজের যেকোনো ইচ্ছে নিয়ে এই এশার নামাজ পড়ে দোয়া করতে পারেন। 

ইতি কথা

রংপুর জেলার নামাজের সঠিক সময়সূচি এবং পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটি পুরষ্কার নিয়েই ছিলো আমাদের আজকের এই নামাজের সময়সূচি রংপুর সম্পর্কিত আয়োজন! আশা করি আল্লাহ পাক আপনাকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য দান করবেন৷ ইনশাআল্লাহ! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top