দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায় – আমরা হয়তো বা অনেকেই বুঝতে পারি না, দাঁতের মাড়ির ব্যথা কেন হয়েছে? মাড়ির ব্যথা কমানোর চেষ্টায় আমরা অনেকের যেমন চেষ্টার কমতি রাখি না, তেমনি অনেকেই আবার অবহেলা করি। তবে মাড়ির ব্যথাকে কখনো হালকা ভাবে নেয়া যাবে না। তীব্র মাড়ির ব্যথা যে কতটা কষ্টকর তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন।
ব্যথা হালকা হলে কিছুক্ষনের মধ্যেই তা সেরে যায়। তবে ব্যথা তীব্র হলেই বোঝা যায় এর যন্ত্রনা কতটা কষ্ট কর। কখনো কখনো মাড়িতে জীবাণু সংক্রমনের কারনে ব্যথা হয় আবার দাঁতের বিভিন্ন সমস্যার কারনেও মাড়ির ব্যথা হয়ে থাকে। অসহ্য ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিভিন্ন কারনে দাঁতের মাড়ির ব্যথা হতে পারে। আসুন তবে দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায় সম্পর্কে জানা যাক।
দাঁতের মাড়ির ব্যথার কারণ:
বিভিন্ন কারণে দাঁতের মাড়ির ব্যথা হতে পারে। যেমন-দাঁত ভেঙে গেলে, মাড়িতে জীবাণুর সংক্রমণ হলে, দাঁতের ক্ষয় বা কোন কোন ক্ষেত্রে দাঁত পড়ে যাওয়া ইত্যাদি কারনে মাড়ি ব্যথা হয়। মাড়ির ব্যথা যেহেতু স্নায়ুর উপর প্রভাব ফেলে তাই একই সঙ্গে চোখে ব্যথা এবং মাথা ব্যথার সমস্যাও দেখা দেয়। দাঁতের ব্যথা তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার। তবে চিকিৎসকের কাছে যাওয়ার আগে মাড়ির ব্যথা কমাতে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। এগুলো মাড়ির ব্যথা কমাতে অনেকটা কাজে দেয়। নীচে পদ্ধতিগুলি ক্রমান্বয়ে আলোচনা করা হলো।
১. কাচা রসুন থেঁতলে দাঁতের মাড়িতে লাগালে এতে মাড়ির ব্যথা অনেক টা কম হবে কারন কাচা রসুন মাড়ির ব্যথা কমাতে সাহায্য করে।
২. লেবুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি।লেবুর রস যেমন দাঁতের স্বাস্থ্যের জন্য ভাল তেমনি দাঁতের মাড়ির জন্য অনেক উপকার। লেবুর রস মাড়িতে লাগালে মাড়ি ব্যথা উপসম করে।
৩. এক টেবিল চামচ লবণ এবং অল্প সরিষার তেল এক সাথে পেস্ট করে মাড়িতে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এর পর হালকা কুসুম পানি দিয়ে কুলি করুন। লবন মাড়ির ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করে ফলে মাড়ির ব্যথা কমে যায়।
৪. পেঁয়াজ দাঁতের মাড়ির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাড়িতে যে ব্যাক্টেরিয়া সংক্রমণ করে পেঁয়াজ ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করে। এক টুকরো পেঁয়াজ এক মিনিট চিবান এতে মাড়ির ব্যথা দুর হবে।
৫. মাড়ির যে কোন রোগ সারতে নারকেল তেলের বিকল্প নেই বললেই চলে। নারকেল তেলে উপস্থিত এ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপাটিজ ব্যাক্টেরিয়া মেরে ফেলে। যার ফলে দাঁতের মাড়ির ব্যথা একেবারেই কমে যায়।
উপরোক্ত ঘরোয়া পদ্ধতি গুলো দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায় হিসেবে কাজে লাগাতে পারেন।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন—দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায় – ঘরোয়া সমাধান! আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায় | ১০ টি সেরা ঘরোয়া টিপস!