ভালো ল্যাপটপ চেনার উপায়

ভালো ল্যাপটপ / কম্পিউটার চেনার উপায় সমূহ একনজরে দেখে নিন!

ভালো ল্যাপটপ চেনার উপায় – বর্তমান সময়ে নানা কারনে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ কিনতে হয় ৷ অন্যযেকোন প্রোডাক্টের মতই ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার কিনবার আগে এ সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরী ৷ 

কেননা, কোন ধারণা না রেখে ডেক্সটপ বা ল্যাপটপ কিনতে যেয়ে ঠকে যাবার সম্ভাবনা প্রচুর ৷ নিজের কি কাজের জন্য ডেক্সটপ বা ল্যাপটপ কিনতে যাবেন তার উপর অনেক কিছুই নির্ভর করে ৷ কেবলমাত্র ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য যেটায় কাজ চলে যাবে অনলাইন/অফলাইনে কাজের জন্য সেটাতে চাহিদা পূরণ নাও হতে পারে ৷  

যে কারনেই ডেক্সটপ বা ল্যাপটপ কিনা হোক না কেন, বেসিক কিছু বিষয় খেয়াল রেখে কিনতে হয় ৷ আজকে আমরা এই নিয়েই আর্টিকেল সাজিয়েছি ৷ জেনো আপনারা ভালো জিনিসটাই কিনতে পারেন ৷ তাহলে আসুন, আজকে জেনে নেওয়া যাক, ভালো ল্যাপটপ/কম্পিউটার চেনার উপায় সম্পর্কে ৷

ভালো ল্যাপটপ চেনার উপায় সমূহ

ভালো ল্যাপটপ চেনার উপায়

লেটেস্ট অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ল্যাপটপ : 

যে কাজের জন্যই ল্যাপটপ কিনেন না কেন, লেটেস্ট অপারেটিং সিস্টেম দেবে আপনাকে সবচেয় ভালো কাজের অভিজ্ঞতা ৷ বর্তমানে Windows 10 লেটেস্ট অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হচ্ছে ৷ যা পূর্ববর্তী অপারেটিং সিস্টেম (Windows 7,8,9) এর চাইতে বেশি কার্যকরী ৷ পূর্ববর্তী অপারেটিং সিস্টেমের সমস্যা দূর করেই পরবর্তী অপারেটিং সিস্টেম বাজারে ছাড়া হয় ৷ এজন্য, লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকা ভালো ল্যাপটপ এর অন্যতম একটি বৈশিষ্ট্য ৷ সেজন্য, ভালো ল্যাপটপ চেনার উপায় এ সবার উপরে রয়েছে এটি ৷ 

ল্যাপটপের প্রসেসর বা সিপিউ : 

ল্যাপটপের পারফর্মেন্স ভালো হবে না খারাপ তার ৬৫-৭০% নির্ভর করে ল্যাপটপের প্রসেসর (Processor) বা সিপিউর (CPU) উপর ৷ যদিও অধিকাংশ ল্যাপটপের ক্রেতা এ বিষযে কোন মনোযোগ দেননা ৷ যা অত্যন্ত বড় ধরণের ভুল ৷ ল্যাপটপ ভালো,দ্রুত কাজ তখনই করবে যখন তার প্রসেসর বা সিপিউ ভালো হবে ৷ কম সিপিউর ল্যাপটপে ভালো পারফর্মেন্স আশাকরা বোকামি ৷

একটি ল্যাপটপের প্রসেসর সাধারণত কয়েক রকমের হয় ৷ সিঙ্গেল কোর (Single Core),ডুয়েল কোর (Dual Core), কোয়াড কোর (Quad Core) ইত্যাদি ৷ আপনার ল্যাপটপ সিঙ্গেল কোরের (Single Core) হলে তা আপনার ল্যাপটপের পারফর্মেন্সে নেগেটিভ প্রভাব ফেলবে ৷ 

মোটামটি বাজেট থাকলে ও গেমিং,ভিডিও এডিটিং সহ মাল্টিটাস্কিং করতে চাইলে Intel core i5, Intel Core i3 থাকা ল্যাপটপ বেছে নিন৷ 

Intel Atom, Intel Premium প্রসেসর থাকা ল্যাপটপ সাধারণত হাল্কা কাজের জন্য উপযোগী  ৷ ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা ও সাধারণ এ্যাপলিকেশন চালানো যাবে এতে ৷ তাই, নিঃসন্দেহে এ কথা বলা যায় যে, ভালো ল্যাপটপ চেনার উপায় হিসেবে ল্যাপটপটির প্রসেসর বা সিপিউ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷

ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি : 

ভালো ল্যাপটপ চেনার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো এর ডিসপ্লে কোয়ালিটি ৷ আমরা যখন ল্যাপটপ ব্যবহার করবো,তখন এর স্ক্রিনের দিকেই থাকবে আমাদের দৃষ্টি ৷ গেমিং বলি বা ছবি দেখা, ডিসপ্লে কোয়ালিটি ভালো না হলে মন ভরবেনা ৷ সাধারণত, স্বল্প বাজেটের ল্যাপটপের ডিসপ্লে থাকে 1366*768 রেজুলেশনের ৷ 

মোটামুটি ভালো মানের ডিসপ্লে হচ্ছে Full HD ডিসপ্লে ৷ যার রেজুলেশন হয় 1920×1080 ৷ একে 1080 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে ও বলা হয়ে থাকে ৷ 

এছাড়াও বর্তমানে Retina Display,QHD বা 2k,4k ডিসপ্লের ল্যাপটপ ও বাজারে রয়েছে ৷ এগুলোর দাম অন্যগুলোর তুলনায় অনেক বেশি হয়ে থাকে ৷ 

ব্যাটারি ব্যাকআপ : 

ল্যাপটপ জনপ্রিয় হবার অন্যতম কারন হচ্ছে এটি সহজে বহনযোগ্য ও সরাসরি বিদ্যুত এর সাথে সংযোগ না দিয়ে একে ব্যবহার করা যায় ৷ ল্যাপটপে থাকা ব্যাটারির মাধ্যমে আমরা একে চালাতে পারি ৷ এজন্য যত ভালো ব্যাটারি ব্যাকআপ হবে, ততবেশি সময় আমরা ল্যাপটপ চালাতে পারবো ৷ 

সাধারণত নতুন অবস্থায় ৭-৮ ঘন্টা চলবে, এরকম ব্যাটারি ব্যাকআপ এর ল্যাপটপ ক্রয় করুন ৷ আর যেকোন স্থানে যাওয়ার পূর্বে ল্যাপটপ ফুল চার্জ করে নিবেন ৷ সেইসাথে, ভালো ল্যাপটপ চেনার উপায় হিসেবে একে নিজের ব্রেনে ঠায় দেবেন ৷

বেশি RAM এর ল্যাপটপ : 

ল্যাপটপ এর পারফর্মেন্স ভালো চাইলে RAM এর দিকেও নজর দিতে হবে ৷ যত কম RAM, তত খারাপ পারফর্মেন্স হবে ৷ 

RAM কম হলে আপনার ল্যাপটপ হ্যাং করবে ৷ কাজ করতে পারবেন না ঠিকমত ৷ মাল্টিটাস্কিং করতে সমস্যা হবে ৷ এজন্য হ্যাং ফ্রি পারফর্মেন্স পেতে অবশ্যই RAM এর দিকে নজর দিন ৷

আপনার ল্যাপটপের RAM 4 থেকে 8 জিবি’র ভেতরে যেন হয় সেদিকে খেয়াল রাখুন ৷ আর অবশ্যই DDR3 থেকে DDR4 এর যেন হয় তাও খেয়াল রাখবেন ৷ আর RAM যে ভালো ল্যাপটপ চেনার উপায়ের মধ্যে পরে, তা মনে হয়না নতুন করে বলতে হবে ৷ 

ল্যাপটপের স্ক্রিন সাইজ : 

ল্যাপটপের স্ক্রিন এর আকার এর দিকে নজর দিতে হবে ৷ কেননা এটি ভালো ল্যাপটপ চেনার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ৷

সাধারণত ল্যাপটপের স্ক্রিন ১২ থেকে ১৩ ইঞ্চি হলে বহন করতে সহজ হয় ৷ কেননা, এ ধরনের ল্যাপটপ ওজনে অনেক হালকা হয়, এরফলে বহন করতে সহজ হয় ৷ 

যদি গেমস ও মুভির জন্য ল্যাপটপ কেনেন,তবে ১৫ ইঞ্চির ল্যাপটপ কিনে নিন ৷ এ ধরনের কাজের জন্য এ সাইজের ল্যাপটপ সবচেয়ে ভালো হবে ৷

ল্যাপটপের স্টোরেজ কোয়ালিটি : 

ল্যাপটপের স্টোরেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ কেননা, এই স্টোরেজেই সকল ফাইল রাখতে হবে ৷ সকল মুভি,ছবি,সফটওয়্যার,ফাইল সবই থাকবে স্টোরেজে ৷ এছাড়াও যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে, তাও স্টোরেজ এ ইনস্টল করতে হয় ৷ 

কমপক্ষে ৫০০ জিবি হার্ডডিস্কের স্টোরেজ আছে এমন ল্যাপটপ কিনবেন ৷ যদি বেশি বেশি গেমস,মুভি ও সফটওয়্যার রাখতে চান, তবে ১ টেরাবাইটের স্টোরেজ বা হার্ডডিস্কের ল্যাপটপ ক্রয় করুন ৷ আশাকরি, আপনি বুঝতে পেরেছেন যে, ভালো ল্যাপটপ চেনার উপায় হিসেবে কেন একে বেছে নেওয়া হয়েছে ? 

কি-প্যাড ও টাচ প্যানেল : 

ল্যাপটপে কাজ করতে কি-প্যাড ও টাচ প্যানেলের ব্যবহার করতে হবে ৷ যদি কি-প্যাড ও টাচ প্যানেল খুব ভালোভাবে কাজ করে ও আপনার ব্যবহার করতে সমস্যা না হয়, তবে এটি আপনার জন্য ভালো হবে৷ এজন্য এটি ভালো ল্যাপটপ চেনার আরেকটি উপায় ৷

প্রিয় পাঠক! একটি ল্যাপটপ ভালোমতো কাজ করার জন্য এর RAM ও CPU ভালো থাকতে হয় ৷ যেসকল ল্যাপটপের এদুটো কম থাকবে, নিঃসন্দেহে সেটি তুলনামূলক খারাপ ল্যাপটপ হবে ৷ এজন্য এদুটি ভালো ল্যাপটপ চেনার উপায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ 

এরসাথে রয়েছে এর অপারেটিং সিস্টেম কতটা অত্যাধুনিক সেটি ৷ আর আপনার প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিষয় খেয়াল করে আপনার জন্য সেরা ল্যাপটপ বাছাই করতে পারেন ৷ এছাড়াও কোন ল্যাপটপটি ভালো, ভালো ল্যাপটপ চেনার উপায় হিসেবে উল্লেখ করা পয়েন্টগুলোর সাথে মিলিয়ে নিলেই তা সহজে বুঝতে পারা যাবে ৷

শেষ কথা –


আমরা আশাকরি, এরপর ল্যাপটপ ভালো কি মন্দ, তা বুঝতে আপনার তেমন কোন সমস্যা হবেনা ৷ তবুও যদি আপনার মনে কোন প্রশ্ন উকি দেয়, তবে আমাদের জানান ৷ আমরা যত দ্রুত পারবো এর জবাব দেবো ৷ আমার কমেন্ট বক্সে আপনার যে কোন প্রশ্ন বা মতামত জানাতে পারেন ৷ আমাদের আজকের ভালো ল্যাপটপ চেনার উপায় এই আর্টিকেল নিয়ে আপনাদের মতামত ও কিন্ত অবশ্যই জানাবেন ৷ সকলেই ভালো থাকুন ৷ শুভ কামনা সকলের জন্য ৷

Read more: Banglalink, Gp, Teletalk, Airtel & Robi sim number check code!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top