মাল্টা চাষ পদ্ধতি

মাল্টা চাষ এর সহজ পদ্ধতি জেনে শুরু করুন মাল্টা চাষ!

মাল্টা চাষ পদ্ধতি – মাল্টা বেশ পুষ্টিকর, সুস্বাদু একটি ফল ৷ মাল্টা খেলে যেমনই পুষ্টি হয়, তেমনি মাল্টা চাষ করে আর্থিকভাবে স্বচ্ছলতাও আনয়ন করা যায় ৷ মাল্টা চাষ পদ্ধতি অনুসরনে বিষ্ময়কর সাফল্য লাভ করা সম্ভব ৷ 

Table of Contents

মাল্টা চাষ পদ্ধতি

দো-আঁশ মাটি মাল্টা চাষের জন্য সবচেয়ে ভালো ৷ সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে এরকম স্থানে মাল্টা গাছ সবচেয়ে ভালো মতো বড় হয় ৷ মাল্টার চারা বা কলম রোপনের জন্য প্রথমে মাটিতে গর্ত করে নিতে হবে ৷ সেই গর্তের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা হবে যথাক্রমে ৭৫×৭৫×৭৫ সেন্টিমিটার ৷

মাল্টার চারা রোপনের জন্য গর্ত থেকে পাওয়া মাটির মধ্যে প্রথম আধা ফুট মাটি আলাদা করে রাখতে হবে ৷ পরবর্তীতে সেই মাটিতে সার মিশাতে হবে । এই মাটি গুলোর সাথে যথাক্রমে ১৫ কেজি পরিমানের পচা গোবর বা জৈব সার, ৪/৫ কেজি ছাই, ২৫০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম এমওপি, বোরিক এসিড ৫ গ্রাম করে মিশাতে হবে ।

গর্তে সার মিশ্রিত মাটি দেবার ১৫ দিন অপেক্ষা করতে হবে ৷ এরপর মাল্টার চারা বুনতে হবে ৷ সংগৃহিত চারা গাছগুলো পলিথিন কেটে বের করার সময় যদি দেখা যায়, শিকড় পলিথিন ভেদ করে বাহিরে রয়েছে তবে সেগুলো কেটে সমান করে দিতে হবে ৷ 

মাল্টা চারা বুনার পর থেকে নিয়মিত গাছের খেয়াল রাখতে হবে ৷ আগাছা দমন, সার ও নিয়মিত পানি দিতে হবে ৷ সারি করে মাল্টার চারা বুনলে তার মাঝে নালা করে দিতে হবে ৷ গাছের ডালপালা ছেটে গাছকে সুন্দর আকৃতি দিতে হবে ৷ 

টবে মাল্টা চাষ পদ্ধতি 

টবে মাল্টা চাষ পদ্ধতি বাংলাদেশে ততটা জনপ্রিয় না হলেও মাল্টা চাষ পদ্ধতি হিসেবে এর গ্রহনযোগ্যতা অনস্বীকার্য ৷

তাই টবে মাল্টা চাষ করার জন্য অবশ্যই ১৮×১৮ ইঞ্চি সাইজের টব নির্বাচন করতে হবে ৷ টবের মাটি তৈরির জন্য মাটির সাথে মিশাতে হবে গোবর বা কম্পোস্ট,ইউরিয়া সার,টিএসপি,এমওপি সার,জিংক সালফেট ও ওবোরিক এসিড যার পরিমান হলো যথাক্রমে ১০ কেজি,১৫০ গ্রাম,১০০ গ্ৰাম,১০০ গ্রাম,১০০ গ্রাম,১০ গ্রাম,৫ গ্রাম ৷

মাটি তৈরির ১০ থেকে ১৫ দিন টবে মাল্টার চারা রোপন করতে হবে ৷ টব এমন স্থানে রাখতে হবে যেন পর্যাপ্ত আলো বাতাস লাভ করতে পারে ৷ 

>> মরিচ চাষ কিভাবে করবেন? মরিচ চাষ পদ্ধতি একনজরে দেখে নিন!

মাল্টা গাছে সার প্রয়োগ পদ্ধতি

মাল্টা চাষ পদ্ধতিতে সফলভাবে মাল্টা চাষ করে সার প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ মাল্টা গাছে সার হিসেবে পচা গোবর, ছাই, টিএসপি, এমওপি, বরিক এসিড, চুন এদের  অনুপাত ১৫ কেজি, ৪/৫ গ্রাম, ২৫০ গ্রাম, ২৫০ গ্রাম, ৫ গ্রাম, ৫০০ গ্রাম প্রয়োগ করতে হবে ৷ এরপর মাটির সঙ্গে মিশিয়ে গর্তে ভরে দিতে হবে।

সার প্রয়োগের ১০ দিন থেকে ১৫ দিনের ভেতর মাল্টার চারা বুনে দিতে হবে ৷ নাহলে সার প্রয়োগের পুরোপুরি ফায়দা লাভ করা সম্ভব হবেনা ৷ মাল্টা চাষির এ দিকে নজর রাখতে হবে ৷ 

>> বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ যেভাবে করবেন-বিস্তারিত জেনে নিন!

মাল্টা চারার দাম কত  

মাল্টা চাষ করতে চাইলে সবার আগে প্রশ্ন জাগে মাল্টা চারার দাম নিয়ে ৷ মাল্টা চারার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা বারি-১ বা মিশরীয় মিষ্টি মাল্টা গাছের চারার । সাইজ এবং বয়স অনুযায়ী ৬০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে এসকল মাল্টা এর চারা সংগ্রহ করা যাবে ।

>> ভিটামিন সি জাতীয় খাবার কি কি জেনে নিন!

শেষ কথা  

মাল্টা চাষ পদ্ধতি অনুসরণ করে সফলতা লাভ করা খুবই সহজ ও সম্ভব ৷ বাংলাদেশের সফল মাল্টা চাষিরা মাল্টা চাষ পদ্ধতি অনুসরণ করে থাকে ৷ হোক মাল্টা বিক্রি বা চারা, বছরান্তে কয়েক লক্ষ টাকা তাদের লাভ হয় ৷ এজন্য মাল্টা চাষ পদ্ধতি অনুসরণ করে মাল্টা চাষ করুন, সফল হোন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top