টাইফয়েড জ্বরের লক্ষণ

টাইফয়েড জ্বরের লক্ষণ ও প্রতিকার জেনে নিন!

টাইফয়েড জ্বরের লক্ষণ দেখা দিলে তা সকলের কাছেই আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়। এবং গরমের সময়েই এই রোগের প্রকোপ বেশি লক্ষ্য করা যায়। তবে গরমের সময় বেশি হলেও এটি আসলে একটি পানিবাহিত রোগ। দূষিত পানির প্রভাবে টাইফয়েড হয়ে থাকে। 

সালমনেলা টাইফি এবং প্যারাটাইফি নামক জীবাণুর কারণে এই রোগটি দেখা দেয়। আজকে আমরা আলোচনা করবো এই রোগের লক্ষণসমূহ নিয়ে। চলুন একনজরে দেখে নেওয়া যাক টাইফয়েড জ্বরের লক্ষণ গুলো। 

টাইফয়েড জ্বরের লক্ষণ:

সাধারণত মাথাব্যথা, পেটব্যথা, গলাব্যথা দিয়েই প্রাথমিক ভাবে এ রোগের লক্ষণ প্রকাশ পায়। এরপর শরীর দূর্বল হয়ে যাওয়া, জ্বরের মাত্রা ১০০° ফারেনহাইট ছাড়িয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, চামড়ায় লালচে দানা দেখা দেওয়া ইত্যাদি বিষয়গুলো পরিলক্ষিত হয়। এসব টাইফয়েড জ্বরের প্রাথমিক লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রেই ২য় বা ৩য় সপ্তাহে গিয়ে এই জ্বর ধরা পড়ে। এছাড়াও আরো বেশি কিছু উপশম পরিলক্ষিত হয় যা আমরা নিম্নে তুলে ধরার চেষ্টা করেছি। 

  • ১০৪° ফারেনহাইট জ্বর। 
  • জ্বরের পাশাপাশি মাথাব্যথা, শরীর ব্যথা, এবং শারিরীক দুর্বলতা।
  • ক্ষুধামন্দা হওয়াসহ কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।
  • শিশুদের ডায়রিয়া ও বমি হওয়া। 
  • শরীর ম্যাজম্যাজ করা এবং কফ বা কাশি হওয়া। 
  • পেটে প্রচন্ড ব্যথা অনুভূত হওয়া।
  • দ্বিতীয় সপ্তাহে রোগীর শরীরে লালচে দানা দেখা দিতে পারে। 
  • হৃদস্পন্দন কমে যাওয়া এবং 
  • ঔষধ চলাকালীন সময়েও শরীরে জ্বর থাকতে পারে। 
কী করবেন?

উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে প্রথমেই রোগীর রক্ত পরীক্ষা করতে হবে। পানিবাহিত জীবাণুর মাধ্যমে টাইফয়েড রোগ হয়। তাই টাইফয়েড হয়েছে কী না এটি সনাক্ত করার জন্য শুরুতে রক্ত পরীক্ষা করতে হবে। 

পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং বিশুদ্ধ পানি পান করলে টাইফয়েড রোগ থেকে এড়িয়ে চলা যায়। পরিষ্কার পোষাক পড়া, খাবার আগে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া, এসকল প্রাথমিক স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে পালন করতে হবে। 

স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ময়লা পানি সেখানে না জমে। 

রক্ত পরীক্ষার পর টাইফয়েড ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খেতে হবে এবং রোগীকে পরিষ্কার, খোলামেলা বাড়িতে রাখতে হবে। 
টাইফয়েড জ্বরের লক্ষণ সম্পর্কিত প্রবন্ধটি ছিলো এই পর্যন্তই। আশা করি, এটি পাঠের মাধ্যমে আপনারা এ রোগ সম্পর্কে সচেতন হতে পেরেছেন।

আরো পড়ুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top