নামাজের সময়সূচি বরিশাল

বরিশাল বিভাগের সবগুলো জেলার নামাজের সময়সূচি জানুন!

মূলত ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম হলো নামাজ এবং ঈমানের পরপরই মুসলিম উম্মাহর কাছে ইসলামের প্রকাশ্য ঘোষণা, প্রার্থনা ও ইবাদত হলো এই ‘নামাজ’। নামাজের গুরুত্ব বুঝতে হলে বলতে হয় নামাজের তাগিদ দিয়ে কুরআনে প্রকাশ করা অনেক আয়াত সম্পর্কে। মানুষকে ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার কারণে নামাজকে বেশ গুরুত্বের সাথেই সম্মানিত করা হয়েছে ইসলামে। এক্ষেত্রে ওয়াক্ত মতো সময়ে নামাজ আদায় করাটা বেশ জরুরি। তবে তার আগে জানতে হবে নামাজের সঠিক সময় সম্পর্কে। আজ আমরা শেয়ার করবো নামাজের সময়সূচি বরিশাল নিয়ে সাজানো কয়েকটি চার্ট! যেখানে বরিশাল বিভাগের প্রতিটি জেলার নামাজের সময়সূচি সাজানো-গোছানোভাবে শেয়ার করা হবে। 

নামাজের সময়সূচি বরিশাল: বরিশাল বিভাগের জেলাসমূহ

বাংলাদেশের অন্যান্য জেলার মতো এই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের জেলার নামাজের সময়সূচিও আলাদা। যা নিয়ে আজকের এই নামাজের সময়সূচি বরিশাল সম্পর্কে সাজানো আয়োজনে বিস্তারিত আলোচনা করবো। তবে তার আগে বরিশাল বিভাগের জেলা সম্পর্কে জেনে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। চলুন তবে জেনে নেওয়া যাক বরিশাল বিভাগের সেই ৬ টি বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ জেলা কি কি সে-সম্পর্কে।

  • বরিশাল জেলা
  • বরগুনা জেলা
  • ঝালকাঠি জেলা
  • পিরোজপুর জেলা
  • পটুয়াখালী জেলা
  • ভোলা জেলা

নামাজের সময়সূচি বরিশাল

বরিশাল বিভাগের জেলা কয়টি এবং কি কি সে-সম্পর্কে তো জানা গেলো। এবার চলুন নামাজের সময়সূচি বরিশালের এক একটি সাজানো-গোছানো চার্টের দিকে মনোযোগী হওয়া যাক। তবে হ্যাঁ! বর্তমানে আাপনি যে জেলাতে অবস্থান করছেন ঠিক সেই জেলার নামাজের সময়সূচি সম্পর্কিত চার্টের দিকে ফোকাস করলেই হবে। তবে আর দেরি না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। 

বরিশাল জেলার নামাজের সময়সূচি 

শুরুতেই বরিশাল বিভাগের প্রধান জেলা বরিশাল জেলার নামাজের সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক। যেখানে থাকবে নামাজের সময়সূচি বরিশালের একটি সঠিক এবং ইসলামিক ফাউন্ডেশন কতৃক মনোনীত চার্ট! 

  • ফজর: ৪.০৭ মিনিট
  • যোহর: ১২.১০ মিনিট 
  • আসর: ৪.৪০ মিনিট
  • মাগরিব: ৬.৪৪ মিনিট
  • এশার: ৮.০৪ মিনিট

বরগুনা জেলার নামাজের সময়সূচি 

প্রিয় বরগুনাবাসী! হয়তো আজকের এই নামাজের সময়সূচি বরিশাল নিয়ে সাজানো আর্টিকেলের শুরু থেকেই বরগুনা জেলার নামাজের সময়সূচি সম্পর্কে জানার অপেক্ষায় আছেন! আর কোনো অপেক্ষা নয়! অবশেষে চলুন দেখি বরগুনা জেলার নামাজের সময়সূচি সম্পর্কিত চার্টটি। 

  • ফজর: ৪.১০ মিনিট
  • যোহর: ১২.১৩ মিনিট 
  • আসর: ৪.৪০ মিনিট
  • মাগরিব: ৬.৪৪ মিনিট
  • এশার: ৮.০৪ মিনিট

ঝালকাঠি জেলার নামাজের সময়সূচি 

ওয়াক্ত হলেই নামাজ পড়ার ক্ষেত্রে ইসলাম যথেষ্ট ছাড় দিয়েছে। তবে ভালোবাসার ক্ষেত্রে বাড়তি এফোর্টের দরকার পড়ে। আল্লাহ প্রতি ভালোবাসার মাঝে ঠিক সেই এফোর্টটিকে কাজে লাগাতে চাই ওয়াক্ত মতো নামাজ পড়ার অভ্যাস। নামাজের সময়সূচি বরিশাল এর এই অংশে জানবো ঝালকাঠি জেলার নামাজের সময়সূচি সম্পর্কে। 

  • ফজর: ৪.০৮ মিনিট
  • যোহর: ১২.১১ মিনিট 
  • আসর: ৪.৪১ মিনিট
  • মাগরিব: ৬.৪৫ মিনিট
  • এশার: ৮.০৫ মিনিট

পিরোজপুর জেলার নামাজের সময়সূচি 

পিরোজপুরে অবস্থানরত মুসল্লিদেরও অন্য সব জেলার মুসল্লিদের ন্যায় ভিন্ন সময়ে নামাজে দাঁড়াতে হয়। কিন্তু সেই নির্দিষ্ট সময়গুলি ঠিক কি কি? জানতে হলে চোখ রাখতে হবে নামাজের সময়সূচি বরিশাল নিয়ে সাজানো আর্টিকেলের এই অংশে। 

  • ফজর: ৪.১০ মিনিট
  • যোহর: ১২.১৩ মিনিট 
  • আসর: ৪.৪২ মিনিট
  • মাগরিব: ৬.৪৬ মিনিট
  • এশার: ৮.০৬ মিনিট

পটুয়াখালী জেলার নামাজের সময়সূচি 

ওয়াক্ত শুরু হলেই নিজেকে শ্রেষ্ঠ সাজে সাজিয়ে খোদার দরবারে হাজিরা দেবার মতো ভাগ্য সবার হোক। এই আশা রেখে নামাজের সময়সূচি বরিশাল শীর্ষক আর্টিকেলের এই অংশে আমরা জানবো পটুয়াখালী জেলার নামাজের সময়সূচি সম্পর্কে। 

  • ফজর: ৪.০৯ মিনিট
  • যোহর: ১২.১২ মিনিট 
  • আসর: ৪.৪০ মিনিট
  • মাগরিব: ৬.৪৪ মিনিট
  • এশার: ৮.০৪ মিনিট

ভোলা জেলার নামাজের সময়সূচি 

নামাজের সময়সূচি বরিশাল সম্পর্কিত আর্টিকেলের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বিশেষ করে বরিশাল বিভাগের প্রতিটি জেলার নামাজের সময়সূচি নিয়ে সাজানো চার্টগুলির একেবারে শেষ অংশে আছি আমরা। এবার আমরা দেখবো ভোলা জেলার নামাজের সময়সূচি নিয়ে সাজানো একটি চার্ট!

  • ফজর: ৪.০৭ মিনিট
  • যোহর: ১২.১০ মিনিট 
  • আসর: ৪.৩৯ মিনিট
  • মাগরিব: ৬.৪৩ মিনিট
  • এশার: ৮.০৩ মিনিট

ওয়াক্ত মত নামাজ পড়ার গুরুত্ব কি কি?

মনে রাখবেন যখন কেউ নামাজ পড়ে, তখন সে মুসলিম হিসেবে স্বীকৃত হয়। অন্যথায় তাকে কাফেরের সাথে তুলনা করা হয়। সুতরাং বুঝতেই পারছেন ইসলামে সালাত বা নামাজকে ঠিক কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এরপরও আমরা অনেকেই ওয়াক্ত মতো সময়ে নামাজে দাঁড়াতে পারি না! এক্ষেত্রে সমাধান হিসেবে আমরা ওয়াক্ত মতো নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে জেনে নিতে পারি এবং তা নিয়ে চিন্তা করতে পারি। সে কথা মাথায় রেখে নামাজের সময়সূচি বরিশাল সম্পর্কিত আর্টিকেলের এই অংশে আমরা জানবো ওয়াক্ত মত নামাজ পড়ার গুরুত্ব কি কি হতে পারে! 

ফরজ আদায়

আমরা সকলেই জানি সময়মত দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এক্ষেত্রে ওয়াক্ত হলেই জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারটি আপনার এই ফরজ পালনকে আরো অর্থবহ করে তুলবে। যা বেশ পজেটিভলি আল্লাহ পাক গ্রহণ করবেন এবং তার প্রিয় বান্দাদের তালিকায়ও আপনি স্থান পাওয়ার মতো সৌভাগ্য অর্জন করবেন। 

ক্ষমা চাওয়া

নামাজ আদায় করার পরপরই অর্থ্যাৎ শেষের দিকে আল্লাহ পাক প্রতিটি বান্দাকে ক্ষমা করে দেন। সুতরাং যদি প্রচুর আগ্রহ সহকারে আজান দিলেই কিংবা নামাজের সময় হলেই নামাজে দাঁড়িয়ে যান তবে ক্ষমা চাওয়ার পর্বে তা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। পাশাপাশি এই পয়েন্ট আল্লাহ পাককে কনভেন্স করতেও সাহায্য করবে। 

আখিরাতের ভয়

আপনি যদি আখিরাতে বিশ্বাস করেন তবে আপনাকে নামাজের প্রতি মনোযোগী হতে হবে। নামাজকে নিতে হবে গুরুত্বের সাথে। সকল কাজকে পেছনে রেখে যে ব্যাক্তি নামাজকে বাড়তি গুরুত্ব দিবে সে ব্যাক্তি নিশ্চয় আখিরাতে এর ফল পাবে। সে করুণ সময়টাতে আল্লাহ পাক অবশ্যই তার কোন বান্দা ওয়াক্ত হলেই নামাজকে গুরুত্ব দিয়েছে এবং সব কাজ ফেলে নামাজ পড়ে নিয়েছে সে-সম্পর্কে গুরুত্ব দিবেন। 

শিশুদের নামাজের প্রতি আগ্রহ

ওয়াক্ত শুরু হলেই আপনি তাড়াহুড়ো করে সব কাজ ফেলে নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছেন কিংবা প্রচন্ড ব্যস্ততায়ও নামাজের উদ্দেশ্যে কিছুটা আলাদা সময় এবং একটি নিরব পরিবেশ খুঁজে নেওয়ার চেষ্টা করছেন..এসমস্ত দৃশ্যপটই আপনার শিশুকে ভাবাবে। একটা সময় গিয়ে সে বুঝতে পারবে প্রতিটি মুসলমানের কাছে নামাজ ঠিক কতটা গুরুত্বপূর্ণ! এই বোধশক্তি পরবর্তীতে শিশুটিকে ওয়াক্ত হলেই মসজিদে ছুটে যেতে কিংবা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যেতে সাহায্য করবে। 

নামাজের তৃপ্তি উপভোগ 

তৃপ্তি আজকাল মানুষের জীবন থেকে উঠেই গেছে। এই প্রযুক্তি কিংবা আধুনিক যুগে এসে মানুষ সবকিছু পেলেও কেনো জানি শান্তি কিংবা তৃপ্তি পায় না! তবে নামাজের ক্ষেত্রে অবশ্যই আলাদা একটা তৃপ্তি কাজ করে। যারা এর স্বাদ উপভোগ করতে পেরেছে তাদের আর কি লাগে! যদিও নামাজের প্রতি আগ্রহ, ওয়াক্ত শুরু হলেই নামাজ পড়ে নেওয়াসহ বেশকিছু শর্ত রয়েছে এই তৃপ্তি উপভোগের পেছনে। যে এসব শর্ত নিজ থেকেই পূরণ করার চেষ্টায় নামবে আশা করি তার জীবনে ডিপ্রেশন কিংবা অতৃপ্তি বলে কিছুই থাকবে না। মূলত পৃথিবীর এই করুণ সময়ে আমাদের মতো প্রতিটি ভংগুর মানুষেরই এই তৃপ্তি দরকার! 

ইতি কথা

একেবারে শেষের দিকে এসে বলতে চাই…আমাদের এই নামাজের সময়সূচি বরিশাল সম্পর্কিত তথ্যবহুল আলোচনাটি আপনাকে কতটা উপকৃত করেছে? কিংবা নামাজের প্রতি আপনাকে কতটা সতর্ক করে তুলেছে? 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top