বাছুরের রোগ ও চিকিৎসা

বাছুরের রোগ ও চিকিৎসার সহজ উপায় নিয়ে বিস্তারিত জানুন!

বাছুরের রোগ ও চিকিৎসা : বাছুরের জন্মের পর থেকে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তার মধ্যে অন্যতম কাফ ডিপথেরিয়া রোগ। বাছুরের কাফ ডিপথেরিয়া বাছুরের রোগ ও চিকিৎসা পদ্ধতি, সচেতনতা, ও লক্ষণ নিচে তুলে ধরা হলো। 

Table of Contents

বাছুরের রোগ ও চিকিৎসা

অনেকেই জানে না যে কাফ ডিপথেরিয়া, বাছুরের জন্য খুবই ভয়াবহ একটি রোগ। দেখা যায় ৩ মাসের কম বয়সী বাছুরের মুখে তীব্র আকারে সংক্রমণের ফলে রোগটি দেখা যায়। তবে ভিন্ন আকারে কখনো কখনো ৩ মাসের অধিক বয়সের বাছুরের শ্বাসতন্ত্রে রোগটি হয়ে থাকে।

রোগের কারণ

কাফ ডিপথেরিয়া সাধারণত একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। রোগটির জন্য দায়ি ফিউজোব্যাকটেরিয়াম নেক্রোফোরাম নামক এক ধরনের ব্যাকটেরিয়া। চিচিঙ্গা চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন!

কাফ ডিপথেরিয়া রোগের লক্ষণ

রোগটি ৩ মাসের কম বয়সী বাছুরের মুখে হলে যেসব লক্ষণ দেখা যাবে তা হলো রোগের প্রাথমিক অবস্থায় মুখমন্ডল ফুলে যায়, কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকে। জটিল অবস্থায় দেহের তাপমাত্রা বেড়ে যায় ও কাশি, দুর্বলতা, ক্ষুধামন্দা, শ্বাস কষ্ট, চর্বণ ও গলধঃকরণ কষ্টকর হয়। কখনো জিহ্বা, তালুতে ঘা দেখা যায় এবং নিউমোনিয়া হতে পারে।

মাসের অধিক বয়সী বাছুরের শ্বাসতন্ত্রে কাফ ডিপথেরিয়া হলে যে লক্ষণগুলো দেখা যায় তা হলো

১. পাতলা ও ব্যথাযুক্ত কাশি হয়।

২. দেহের তাপমাত্রা বেড়ে যায়।

৩. ক্ষুধামন্দা ও দুর্বলতা দেখা যায়।

৪. শ্বাস কষ্ট ও চর্বণ কষ্ট সাধ্য হয়।

৫. আবার কখনো নিউমোনিয়ার লক্ষণও দেখা দিতে পারে। 

চিকিৎসা পদ্ধতি:

যত দ্রম্নত সম্ভব চিকিৎসা করালে ভালো ফল পাওয়া যায়। নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ক্রমে ব্যথানাশক ইনজেকশন প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বাছুরের খাবারপাত্র, পানিরপাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। নিয়মিত খেয়াল রাখতে হবে বাছুরের মুখের অভ্যন্তরে কোনো রকম কাটাছেঁড়া আছে কিনা। 

প্রয়োজনে জীবাণুনাশক দিয়ে নিয়মিত মুখমন্ডল পরিষ্কার করতে হবে। আক্রান্ত বাছুরকে দ্রম্নত আলাদা ঘরে সরিয়ে ফেলতে হবে। বাছুরের কাফ ডিপথেরিয়া রোগ প্রতিরোধে সচেতনতা, লক্ষণ চিকিৎসা শিরোনামের সংবাদটির তথ্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের লাইভস্টক ডায়েরি থেকে নেয়া হয়েছে। গ্রামীন অর্থনীতিতে বিপ্লব আনতে ৪টি কৃষি ব্যবসার আইডিয়া!

উপসংহার

যারা যেকোনো ধরণের গৃহপালিত গবাদি পশু পালেন তাদের খেয়াল রাখা উচিত যে কোনো রোগ থেকে দূরে থাকতে দরকার সচেতনতা। আর রোগ হলে অবশ্যই নিকটবর্তী  প্রাণিসম্পদ অফিসে প্রথমে গিয়ে পরামর্শ নিতে হবে এবং বাছুরের রোগ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে পরবর্তী ধাপ দ্রুত গ্রহণ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top