কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ

কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ; জানুন হামদর্দ ৫টি উপকারী ওষুধের নাম

আপনি কি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যে ভুগছেন?  যদি আপনি কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যায় ভুগে থাকেন তবে নিশ্চয় আপনি কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ সম্পর্কে জানতে চান? আজকের আর্টিকেলে হামদর্দ এর কোষ্ঠকাঠিন্য দূর করার কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করবো। 

হামদর্দ চিকিৎসায় কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ যুগে যুগে বহুল প্রচলিত। বিভিন্ন গাছ গাছরার নির্যাস থেকে তৈরি হামদর্দ এর ওষুধ সম্পুর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত যা সেবনে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন। চলুন তাহলে জেনে নিই হামদর্দ চিকিৎসায় কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ সম্পর্কে। 

কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ ৫টি কার্যকরী ওষুধ

কোষ্ঠকাঠিন্য নিরাময়ে হামদর্দ এর ওষুধের চেয়ে বিকল্প কিছু নাই বললেই চলে। কেননা অন্যান্য ওষুধের ক্ষেত্রে বেশকিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও হামদর্দ এর ক্ষেত্রে তার পরিমাণ খুবই সামান্য। তাই নিশ্চিন্ত নীচের ওষুধগুলি সম্পর্কে ধারণা নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। 

১. ইসপাগুল

দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য নিরাময়ে অত্যন্ত কার্যকরী। ইসপাগুল ইসবগুলের ভুসি ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। চলুন এবার জেনে নিই ইসপাগুলের কার্যকারিতা, সেবন বিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। 

ইসপাগুলের কার্যকারিতা

ইসপাগুল মলকে নরম করে এবং নিয়মিত অন্ত্রের মল নিষ্কাশনে সাহায্য করে। ইহা পেটের জ্বালা পোড়া ও পেট কামরানি দূর করে। ইসপাগুল অর্শ রোগের রক্ত পড়া বন্ধ করে এবং মলদ্বারের ব্যথা কমায়। ইহা কোলেস্টেরল ও রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ইহা পাকস্থলী ও অন্ত্রের মিউকাস মেমব্রেন এর আলসার নিরাময় করে। এছাড়াও ইসপাগুল পুরাতন আমাশয় ও ডায়রিয়া নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে।  

ইসপাগুলের সেবন বিধি 

ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১ টা স্যাচেট ১ গ্লাস পানিতে মিশিয়ে সকালে বা রাতে শয়নের আগে সেবন করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। 

ইসপাগুলের পার্শ্বপ্রতিক্রিয়া 

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারিত মাত্রায় ইসপাগুল সেবন করলে এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। 

২. এত্রিফল শাহ্তারা

রক্ত পরিশোধক ও কোষ্ঠকাঠিন্য দূর কারক ওষুধ। এত্রিফল শাহ্তারা বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন আমলকী, বয়েরা, বড় হরিতকী, সোনা পাতা, ক্ষেতপাপড়া, গোলাপ ফুল ও মনাক্কা দিয়ে তৈরি অনন্য ওষুধ। জেনে নিন এত্রিফল শাহ্তারার কার্যকারিতা, সেবন বিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।  

এত্রিফল শাহ্তারার কার্যকারিতা 

এত্রিফল শাহ্তারা কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি রক্ত দূষিত হওয়াকে রোধ করে এবং শরীরের বিভিন্ন চর্মরোগ যেমন চুলকানি, খোস পাঁচরা, ফোরা এবং এগজিমা নিরাময় করে। ইহা সিফিলিস ও মাথা ব্যথার চিকিৎসায় উপকারী।

এছাড়াও এত্রিফল শাহ্তারা মূত্রতন্রের সংক্রমণ এবং প্রস্রাবের জ্বালা পোড়া নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে। 

এত্রিফল শাহ্তারার সেবন বিধি 

রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১ থেকে ২ চা চামচ দৈনিক আহারের পর সেব্য।

এত্রিফল শাহ্তারার পার্শ্বপ্রতিক্রিয়া 

নানা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এত্রিফল শাহ্তারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। 

৩. ত্রিফলা চূর্ণ 

ত্রিফলা চূর্ণ কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়া উন্নত করে এবং চোখের জন্যও উপকারী। ত্রিফলা চূর্ণ বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন আমলকী, হরিতকী ও বয়েরা এবং অন্যান্য ঔষধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত অনন্য আয়ুর্বেদিক ওষুধ। চলুন এবার জেনে নিই ত্রিফলা চূর্ণের কার্যকারিতা, সেবন বিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। 

ত্রিফলা চূর্ণের কার্যকারিতা

ত্রিফলা চূর্ণ হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। ইহা বদহজম, ক্ষুধামান্দ্য ও পিত্তাধিক্য দূর করে। এই ওষুধ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের জন্য উপকারী। ত্রিফলা চূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্ষীনদৃষ্টি দূর করে। ইহা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে এবং হৃদরোগের জন্য কার্যকরী। ত্রিফলা চূর্ণ অর্শ ও চর্মরোগের জন্য সুফলদায়ক। 

এছাড়াও ত্রিফলা চূর্ণ পেট ফাঁপা উপশম করে এবং মূত্রতন্রের সংক্রমণ প্রতিরোধ করে। 

ত্রিফলা চূর্ণের সেবন বিধি

একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১ টা স্যাচেট ১ কাপ গরম পানিতে মিশিয়ে দৈনিক দুই থেকে তিন বার সেবন যোগ্য। 

ত্রিফলা চূর্ণের পার্শ্বপ্রতিক্রিয়া 

রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত মাত্রায় সেবন করলে ত্রিফলা চূর্ণের কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। 

৪. হাল্যাক্স

হাল্যাক্স কোষ্ঠকাঠিন্য ও স্থুলতা চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। হাল্যাক্স বিভিন্ন ঔষধি উপাদান যেমন ঘৃতকুমারী, গোলমরিচ, খোরাসানী জৈন এবং সোহাগা দিয়ে তৈরি হারবাল ট্যাবলেট। চলুন জেনে নিই হাল্যাক্স ট্যাবলেটের কার্যকারিতা, সেবন বিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। 

হাল্যাক্স ট্যাবলেট এর কার্যকারিতা

হাল্যাক্স ট্যাবলেট কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোষ্ঠকাঠিন্য জনিত ব্যথা উপশম করে থাকে। এই ট্যাবলেট পেট ফাঁপা ও অরুচি দূরীকরণে বিশেষ উপকারী। ইহা সঞ্চিত মল পরিস্কারক ও ক্ষুধা বৃদ্ধি কারক হিসেবে অতুলনীয়। এছাড়াও হাল্যাক্স ট্যাবলেট সেবনে অতিরিক্ত কোলেষ্টেরল ও পেটের মেদ-ভুড়ি কমে যায়। 

হাল্যাক্স ট্যাবলেট এর সেবন বিধি 

রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১ থেকে ২টা ট্যাবলেট রাতে শোয়ার সময় দুধসহ সেবন যোগ্য। 

হাল্যাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া 

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারিত মাত্রায় সেবন করলে এই ওষুধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। 

৫. টোনাল্যাক্স

কোষ্ঠকাঠিন্য নিরাময়ে অত্যন্ত কার্যকরী হারবাল ওষুধ। টোনাল্যাক্স বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন সোনাপাতা, মৌরি, খোরাসানী জৈন, মুছাব্বর, ক্যালসিয়া নওরী, ম্যাগনেসিয়া মিলহী, গ্যাম্বুজ এবং যষ্টিমধু দিয়ে তৈরি অনন্য ট্যাবলেট। চলুন এবার জেনে নিই টোনাল্যাক্স ট্যাবলেট এর কার্যকারিতা, সেবন বিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। 

টোনাল্যাক্স ট্যাবলেট এর কার্যকারিতা

টোনাল্যাক্স ট্যাবলেট অন্ত্রের গতি উদ্দীপ্ত করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে। কোষ্ঠকাঠিন্য হলে রোগীর মলত্যাগে যে ব্যথা এবং কষ্ট হয় টোনাল্যাক্স ট্যাবলেট তা দূর করে এবং মল নরম করে সহজে মলত্যাগে সাহায্য করে। এছাড়াও টোনাল্যাক্স ট্যাবলেট কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি প্রতিবন্ধকতা জনিত অন্ত্রের তীব্র ব্যথা এবং পুরনো মাথা ব্যথা দূর করে। 

টোনাল্যাক্স ট্যাবলেট এর সেবন বিধি 

রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দৈনিক ১ থেকে ২ টা ট্যাবলেট ঈষদুষ্ণ পানিসহ সেব্য।

টোনাল্যাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া 

যে কোন ওষুধ নির্ধারিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় নির্ধারিত সময়ে এই ওষুধ সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। 

হামদর্দ এর ঔষধ কোথায় পাবেন 

হামদর্দ এর সকল ঔষধ আসল ও ন্যায্য মূল্যে পেতে চাইলে ঘরে বসেই দেশের যে কোন প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন হেলদি-স্পোর্টস অনলাইন শপেহামদর্দ এর সকল ঔষুধ ও পন্য কেনাকাটার জন্য হেলদি স্পোর্টস একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। 

উপসংহার 

পরিশেষে বলা যায় কোষ্ঠকাঠিন্য একটি পরিচিত স্বাস্থ্য সমস্যা যা অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। হামদর্দ ল্যাবরেটরিজ এর কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ নানা প্রাকৃতিক ঔষধি উপাদান দিয়ে তৈরি সম্পুর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত যা আপনি সহজেই সেবন করতে পারেন।

তাই দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হামদর্দ এর ওষুধ সেবন করুন এবং নিজেকে রোগ মুক্ত রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top