সিনজেনটা কীটনাশক তালিকা

সিনজেনটা কীটনাশক তালিকা নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন!

সিনজেনটা কীটনাশক তালিকা : সিনজেনটা হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি কৃষি রসায়ন সংস্থা। এটিকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কৃষি সংস্থা ও বলা হয়।

বাংলাদেশের কৃষিপণ্য এবং কৃষি-সমস্যার সমাধানের ক্ষেত্রে সিনজেনটা শব্দটি সবার কাছে খুবই পরিচিত। আজ আপনাদের কে সিনজেনটার কীটনাশক তালিকা সম্পর্কে বিশদ কিছু ধারণা দেয়ার চেষ্টা করব।

সিনজেনটা কীটনাশক তালিকা

নিম্নে উল্লেখযোগ্য কিছু সিনজেনটা কীটনাশক তালিকা দেয়া হল। তাছাড়া ও কীটনাশক গুলো কোন কোন ফসল এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করবেন সেই বিষয়ে ও উল্লেখ করা হয়েছে।

  1.  Virtako® 40 WG(ভিরতাকো ৪০ ডব্লিউজি)
  2. Actara®25 WG (একতারা২৫ ডব্লিওজি)
  3. Calaris®Xtra27.5SC(ক্যালারিস এক্সট্রা ২৭.৫ এস সি)
  4. Pegasus®50 SC(পেগাসাস ৫০ এসসি)
  5. Carate®2.5 EC(ক্যারাটে ২.৫ ইসি)
  6. Shobicron 425 EC(সবিক্রন ৪২৫ ইসি)কীটনাশক
  7. Logran75WG(লগরান ৭৫ ডব্লিউজি)আগাছানাশক
  8. Plenum®50 WG(প্লেনাম ৫০ ডব্লিউ জি)
  9. VoliamFlexi®300 SC(ভলিয়মফ্লেক্সি ৩০০ এসসি)
  10.  Vertimec018 EC(ভারটিমেক ০১৮ ইসি)

1. Virtako® 40 WG(ভিরতাকো ৪০ ডব্লিউজি)

সক্রিয় উপাদানঃ ক্লোরানট্রানিলিপ্রোল + থাইম্যাথক্সাম

ফসলঃ ধান।

সমস্যাঃ হলুদ মাজরা পোঁকা ও লিফ ফোল্ডার।

2. Actara®25 WG (একতারা২৫ ডব্লিওজি)

সক্রিয় উপাদানঃ থাইম্যাথক্সাম

ফসলঃ কলা, আখ, সরিষা, চা, বেগুন, গাঁধা, ধান, তুলা।

সমস্যাঃ বিটল পোকা, উইপোকা, জাবপোকা, জ্যাসিড, মশা, বাদামী ঘাসফড়িং এবং ফড়িং।

3. Calaris®Xtra27.5SC(ক্যালারিস এক্সট্রা ২৭.৫ এস সি)

সক্রিয় উপাদানঃ এট্রাজিন + মেসোট্রিয়ন

ফসলঃ ভূট্টা।

সমস্যা-কীটপতঙ্গঃ শাক নটে, আংগুলি, সি.কোলোনাম, চাপড়া, দূর্বা, মুথা, গবা ভাদাইল।

4. Pegasus®50 SC(পেগাসাস ৫০ এসসি)

সক্রিয় উপাদানঃ ডায়াফেনথিউরন

ফসলঃ দেশী শিম ও বেগুন।

সমস্যাঃ জাব পোকা ও মাকড়।

5. Carate®2.5 EC(ক্যারাটে ২.৫ ইসি)

সক্রিয় উপাদানঃ ল্যামডা-সাইহেলোথ্রিন

ফসলঃ পাট, আম, ভূট্টা, চা ও আলু।

সমস্যাঃ বিছা পোকা, ফড়িং, কাচুই পোকা ও মশা।

6. Shobicron 425 EC(সবিক্রন ৪২৫ ইসি)কীটনাশক

সক্রিয় উপাদানঃ প্রোফেনফোস কিউ + সাইপারমেথ্রিন

ফসলঃ আম, বেগুন, পেয়ারা, কলা, তুলা, চা ও করলা।

সমস্যাঃ ডগা ও ফলছিদ্রকারী পোকা, সাদামাছি, জাবপোকা ও জ্যাসিড, বলওর্ম, ফড়িং ও ফলের মাছি।

7. Logran75WG(লগরান ৭৫ ডব্লিউজি)আগাছানাশক

ফসলঃ ধান।

সমস্যাঃ বেহুয়া, হেলেঞ্চা, ই.ক্রাস-গালি, ছোত পানিকচু, আর.স্ক্লেরাটাস, চানচি, শুসনি শাক ও ঝিল মরিচ। ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে জেনে নিন!

8. Plenum®50 WG(প্লেনাম ৫০ ডব্লিউ জি)

সক্রিয় উপাদানঃ পাইমেট্রোজিন

ফসলঃ ধান ও আম।

সমস্যাঃ ফড়িং ও বাদামী ঘাসফড়িং।

9. VoliamFlexi®300 SC(ভলিয়মফ্লেক্সি ৩০০ এসসি)

সক্রিয় উপাদানঃ ক্লোরানট্রানিলিপ্রোল + থাইম্যাথক্সাম

ফসলঃ টমেটো, বেগুন ও দেশী শিম।

সমস্যাঃ ডগা ও ফলছিদ্রকারী পোঁকা।

10. Vertimec018 EC(ভারটিমেক ০১৮ ইসি)

সক্রিয় উপাদানঃ এবামেকটিন।

ফসলঃ বেগুন, বরই, লিচু এবং চা।

সমস্যাঃ মাকড় ও লালমাকড়।

শেষকথা

সিনজেনটা’র কীটনাশক তালিকার মধ্যে আরো অনেক কীটনাশক, আগাছানাশক ও ছত্রাকনাশক রয়েছে। যেমনঃ টিল্ট ২৫০ ইসি, রোশনী এসসি, তৃপ্তি এসসি, গ্রোজিন, লানিরেট, পলক এসসি, বর্ষা এসসি, প্রোটোজিম ইত্যাদি।

অধিক পরিশ্রম এবং অধিক আর্থিক মূলধন দিয়েও কৃষকেরা ক্ষতির সম্মুখীন হন কারণ কৃষি জমি বিভিন্ন পোকামাকড় এবং রোগ দ্বারা আক্রান্ত হয়। সঠিক নিয়মে সঠিক কীটনাশক ব্যবহার করলে কৃষকের কৃষিজমি উর্বর থাকবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবেন। গরুর কোন রোগের কি ঔষধ জেনে নিন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top