এলোভেরা দিয়ে রূপচর্চা সেই প্রাচীনকাল থেকেই জনপ্রিয়। কেননা এলোভেরাতে বিদ্যমান ঔষধি উপাদান সৌন্দর্য জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছে। বাজারে প্রচলিত বিউটি প্রোডাক্টগুলোর দিকে নজর দিলে আমরা দেখবো যে, বেশিরভাগ প্রোডাক্টের সাধারণ উপাদান হলো এলোভেরা।
চুল পড়া রোধ করা, ঘন ও লম্বা করা, ত্বক সজীব রাখা, ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনা সহ নানা কাজে এলোভেরার ভেষজ গুণ মনোমুগ্ধকর। এখন প্রশ্ন হলো এলোভেরা কি? আর এর মধ্যে বিদ্যমান ভেষজ উপাদানগুলোই বা কি যেসবের জন্য বিউটি প্রোডাক্ট ইন্ড্রাস্টিতে এটি তুমুল জনপ্রিয়? চলুন জেনে আসি!
এলোভেরা কীঃ
এলভেরা মূলত একটি গাছ। যার পাতাগুলো দেখতে মোটা আকৃতির। এই পাতার ভেতর থাকে এলোভেরা জেল। এই জেল খাওয়া যেমন শরীরের জন্য উপকারী তেমনি ত্বক ও চুলের যত্নে এলোভেরা দিয়ে তৈরি জেল বা জেল দিয়ে তৈরি মাস্কও ভীষণ উপকারী। এলোভেরাতে বিদ্যমান রাসায়নিক উপাদানগুলোর মধ্যে রয়েছে ব্যাপক মাত্রায় অ্যান্টি -অক্সিডেন্ট, ল্যাকটিন, মেনাস এবং পলিস্যাকারাইড। এসব উপাদানগুলো নানাভাবে ত্বকের উপকারে আসে।
এলোভেরা দিয়ে রূপচর্চা:
এলোভেরা দিয়ে রূপচর্চার কদর এখন তুঙ্গে। আপনি যদি এ বিষয়ে না জেনে থাকেন তবে আর্টিকেলটি আপনার জন্যই। চলুন দেখে নিই কোন কোন ক্ষেত্রে এলোভেরার ব্যবহার করে আমরা রূপচর্চা করতে পারি।
- পিম্পল দূরীকরণে এলোভেরা: এর সমাধানে এলোভেরার ব্যবহার খুবই সিম্পল! এলোভেরার জেল আইস কিউব ট্রেতে দিয়ে এলোভেরার আইস কিউব তৈরি করে এই কিউব দিনে দুই-তিনবার পিম্পলে ঘষলে, পিম্পলের সমস্যা কমে যাবে।
- ঠোঁটের যত্নে এলোভেরা: নিয়মিতভাবে এলোভেরার জেলের সাথে ১ টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের রঙ উজ্জ্বল হবে।
- শূষ্ক ত্বকের মসৃণতা ফিরিয়ে আনতে: শুষ্ক ত্বকের ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য এলোভেরার জেল হলো একমাত্র কার্যকরী টোটকা। এতে ত্বক মসৃণ, নরম ও উজ্জ্বল হবে।
- চুলের যত্নে এলোভেরা: এলোভেরার জেল ব্যবহার করলে তা মাথার ত্বকের pH ঠিক রাখে আর খুশকিও দূর করে। এলোভেরার জেল এবং ক্যাস্টর অয়েল ২:১ অনুপাতে মিশিয়ে মাথায় সারারাত লাগিয়ে রেখে সকালে শ্যাম্পু করলে চুল খুশকি মুক্ত হবে।
এছাড়াও বয়ষ্কদের চামড়ায় ভাজ পড়া ও রোদে পোড়া দাগ দূর করতে এলোভেরাতে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট ভীষণ কার্যকরী। ২ টেবিল চামচ এলোভেরার জেলের সাথে অর্ধেক পরিমাণ লেবু মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখলে সান বার্ণ হওয়া থেকে রেহাই পাওয়া যায়।
পরিশেষে বলা যায় যে, এলোভেরা দিয়ে রূপচর্চা সকল রূপসচেতন মানুষের জন্য অবশ্যই প্রথম পছন্দ! রূপচর্চা ছাড়াও এলোভেরার উল্লেখযোগ্য অ্যান্টিসেপটিক গুণাগুণও রয়েছে। আশা করি, বাজারে সহজলভ্য রূপচর্চার এই ভেষজ উপাদানটির সঠিক ব্যবহার আপনাকে সতেজ, সুন্দর ও উজ্জীবিত রাখবে।
লেখকঃ সৈকত জামান
এলোভেরা সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃহেলদি-স্পোর্টস