টমেটো দিয়ে ত্বক ফর্সা করার উপায় সম্পর্কে আমরা অনেকেই জানি অনেকের কাছেই আবার এই বিষয়টি অজানা । অত্যন্ত পুষ্টিগুণাগুণ সমৃদ্ধ একটি খাবার হলো টমেটো। মানবদেহে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি ত্বকের যত্নেও বিশেষ ভূমিকা পালন করে চলেছে টমেটো।
টমেটোয় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও পটাসিয়াম। যা ত্বক উজ্জ্বল করে। এছাড়াও টমেটোয় রয়েছে লাইসোপিন যা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের কালো দাগ, শুস্কতা, বলিরেখা, তেলচিটকে ভাব ইত্যাদি দূর করে।
আজকের আর্টিকেল দ্বারাা আমরা টমেটো দিয়ে ত্বক ফর্সা করার উপায় সম্পর্কে জানবো।
টমেটো স্কাবারঃ
প্রথমে একটি টমেটো নিন। তারপর টমেটো কে অর্ধেক করে কেটে তার সাথে চিনি মিশিয়ে মুখের উপর ঘুষতে থাকুন। এভাবে ঘোষার পর আস্তরণ টিকে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। আস্তরণ টি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই উপকরণটি সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারবেন। এর ফলে আপনার ত্বক থেকে শুস্কতা দূর হবে। এবং ত্বক মসৃণ হবে ।
শুস্ক ত্বকে দূর করার জন্য ফেস প্যাকঃ
প্রথমে একটি টমেটো নিন। পরিস্কার বাটিতে টমেটো চেপে রস বের করে নিয়ে ২ চা চামচ টমেটোর রসের সাথে ১ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এই উপকরণটি আপনার মুখের উপর লাগিয়ে নিন। খেয়াল করে দেখবেন আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে এবং শুস্কতা ভাব দূর হয়েছে। উপকরণটি লাগানোর পূর্বে অবশ্যই আপনার মুখমণ্ডলটি ভালোকরে ধৌত করে নিন।
তৈলাক্ত ত্বক দূর করার জন্য ফেস প্যাক
প্রথমে একটি পরিস্কার বাটি নিন। বাটিতে ২ চা চামচ টমেটোর রস , ২ চা চামচ শসার রস, ও এর সাথে ১/২ চা চামচ লেবুর রস নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত মুখে ব্যবহার করতে পারবেন। এই উপকরণটির মধ্যে রয়েছে লেবুর রস। যা আমাদের ত্বকের কালো দাগ দূর করতে সহায়তা করে। শসা আমাদের ত্বক ময়েশ্চার বাড়াতে সহায়তা করে। ত্বককে উত্তর ও ফর্সা করে।
ত্বকের ছিদ্র দূর করতে টমেটোঃ
টমেটোর ব্যবহারের মাধ্যমে ত্বকের ছিদ্র দূর করা সম্ভব হয় । টমেটো কেটে অর্ধেক করে নিয়ে, অর্ধেক টমেটো মুখে ১০ মিনিট ধরে ঘসতে থাকুন তারপর ঠান্ডা পানি ধুয়ে ফেলুন। এটা নিয়মিত ব্যবহার করতে থাকলে দেখবেন আপনার মুখের অবাঞ্চিত ছিদ্র পূরন হয়ে গেছে।
টমেটো দিয়ে ত্বক ফর্সা করার উপায় নিয়ে উপরে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা এগুলো নিয়ম মেনে টমেটো ব্যবহার করলে ফর্সা ত্বকের অধিকারী হবেন।
টমেটোর উপকারিতা, গুণাগুণ সম্পর্কেও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ