সোনালি মুরগির খাদ্য তালিকা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সোনালি মুরগি থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম ও মাংস পেতে হলে সঠিকভাবে মুরগিকে খাদ্য সরবরাহ করতে হবে। লেয়ার মুরগিকে ইচ্ছামত খেতে দেওয়া হয় যায়। এতে তারা যত বেশি খাবে তত এত বেশি বৃদ্ধি পেতে থাকবে।
সোনালি মুরগির খাদ্য তালিকা
মুরগির খাদ্য তৈরীর ফর্মুলেশনঃ
সোনালি মুরগিকে সুষম খাদ্যে বেশি খাওয়ানো উচিত। খাদ্যের উপর মুরগির উৎপাদন নির্ভর করে থাকে। যদিও বর্তমানে মুরগির খাবারের দাম বেশি হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় মুরগির মাংসের দাম বৃদ্ধি পায় নি।
এমত অবস্থায় দেখা যায় সোনালি মুরগির খাদ্য নিজেরা খামারে প্রস্তুত করে খাওয়ালে খরচ কিছুটা কম হবে। সোনালি মুরগিকে তাদের বয়স অনুযায়ী চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণে খাদ্য খাওয়াতে হবে।
বয়স অনুযায়ী মুরগির খাবারের পুষ্টিগুণ এর চাহিদা পরিবর্তিত হতে পারে। তাই শীতে একরকম খাবার এবং গরমে অন্যরকম খাবারের ব্যবস্থা করতে হয়। এছাড়াও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুরগিকে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করতে হবে।
ব্রয়লার মুরগির রোগ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন!
বয়স অনুযায়ী সোনালি মুরগির খাদ্য তালিকা কে ৩ থেকে ৫ টি ভাগে ভাগ করা যেতে পারে।
- সোনালী স্টার্টার ফিড (০-৬) সপ্তাহ পর্যন্ত
- সোনালী গ্রোয়ার ফিড (৭-১২) সপ্তাহ পর্যন্ত
- ফ্রি লেয়ার ফিড (১৩-১৭) সপ্তাহ পর্যন্ত
- সোনালী লেয়ার ১ (১৮-৪৫) সপ্তাহ পর্যন্ত
- সোনালী লেয়ার ২ (৪৬-৯৫) সপ্তাহ পর্যন্ত
সোনালি মুরগির খাদ্য তালিকা
উপাদান | স্টার্টার | গ্রোয়ার | প্রিলেয়ার | লেয়ার ১ | লেয়ার ২ |
ভূট্টা | ৫১ কেজি | ৫২.৫ কেজি | ৫৪ কেজি | ৫৫ কেজি | ৫৬ কেজি |
সয়াবিন মিল | ২৬ কেজি | ২৫ কেজি | ২২.৫ কেজি | ২৩ কেজি | ২২ কেজি |
রাইচ পালিশ | ১০ কেজি | ১০ কেজি | ১২ কেজি | ৮ কেজি | ৭.৫ কেজি |
প্রোটিন ৬০% | ৮ কেজি | ৭ কেজি | ৫.৫ কেজি | ৪ কেজি | ৩ কেজি |
লাইমস্টোন / ঝিনুক চূর্ণ | ২ কেজি | ২.৫ কেজি | ৩ কেজি | ৮ কেজি | ১০ কেজি |
লবণ | ৩০০ গ্রাম | ২৮০ গ্রাম | ২৫০ গ্রাম | ২৮০ গ্রাম | ২৮০ গ্রাম |
ডিসিপি | ৩০০ গ্রাম | ৩০০ গ্রাম | ২৫০ গ্রাম | ৫০০ গ্রাম | ৫০০ গ্রাম |
সালমোনেলা কিলার | ৩০০ গ্রাম | ২৫০ গ্রাম | ২৫০ গ্রাম | ৩০০ গ্রাম | ৩২০ গ্রাম |
প্রিমিক্স | ২০০ গ্রাম | ২৫০ গ্রাম | ২০০ গ্রাম | ৩০০ গ্রাম | ৩০০ গ্রাম |
ডিএল- মিথিওনিন | ১৫০ গ্রাম | ১৩৫ গ্রাম | ১২০ গ্রাম | ১৩০ গ্রাম | ১২৫ গ্রাম |
এল-লাইসিন | ১০০ গ্রাম | ৯০ গ্রাম | ৭০ গ্রাম | ৮০ গ্রাম | ৬০ গ্রাম |
কোলিন ক্লোরাইড | ৬০ গ্রাম | ৫০ গ্রাম | ৪০ গ্রাম | ৫০ গ্রাম | ৫০ গ্রাম |
টক্সিন বাইন্ডার | ১২৫ গ্রাম | ১৩৫ গ্রাম | ১৫০ গ্রাম | ১৫০ গ্রাম | ১৫০ গ্রাম |
সোডা | – | – | – | ৫০ গ্রাম | ৭৫ গ্রাম |
সয়াবিন তেল | ২০০ গ্রাম | ১৫০ গ্রাম | – | ১০০ গ্রাম | – |
মোটঃ | ১০০ কেজি | ১০০ কেজি | ১০০ কেজি | ১০০ কেজি | ১০০ কেজি |
পানি সরবরাহঃ
সোনালি মুরগি দৈনিক যতোটুকু যতটুকু খাদ্য খেয়ে থাকে তার চেয়ে অনেক বেশি পরিমানে পানি খেয়ে থাকে। তাই পর্যাপ্ত পরিমাণ পানি সোনালি মুরগিকে নিয়মিত সরবরাহ করতে হবে। মুরগির বয়স অনুযায়ী সেই অনুপাতে পানি সরবরাহ করাটাই উত্তম।
সোনালী মুরগী যদি ২১ গ্রাম খাদ্য খায় তবে স্বাভাবিক ভাবেই মুরগি ৪২থেকে ৪৩ মিলি পানি পান করে থাকবে।
সোনালি মুরগির খাদ্যের পুষ্টিমানঃ
যেহেতু সোনালী মুরগি ডিম ও মাংস উৎপাদনকারী একটি উন্নত জাতের মুরগী। তাই এদেরকে পুষ্টিমান সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়াতে হবে। সুষম খাদ্যের মধ্যে পুষ্টিমান বজায় থাকে। আর যদি সুষম খাবার মুরগিকে সরবরাহ করা না যায় তাহলে কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী লাভবান হওয়া যায় ন।
বর্তমানে সাশ্রয়ী ভাবে সোনালি মুরগির খাবার তৈরি করা হয় বিভিন্ন খামারগুলোতে। খামারিদের নিজেদের খামারেই সাশ্রয়ীভাবে পুষ্টিমান সঠিকভাবে বজায় রেখে খাদ্য উৎপাদন করে থাকে। এতে তাদের উৎপাদন খরচ অনেকটা কমেটা আসে।